চাঁদপুরের নৌ থানা এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করছে নৌপুলিশ। তার আনুমানিক বয়স ৪৫ বছর।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে লঞ্চঘাট এলাকা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে নৌ থানা পুলিশের ওসি মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব-পশ্চিম পাশে নদীতে অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন নৌপুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন থাকায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুতই লাশের পরিচয় শনাক্ত হবে।
মন্তব্য করুন