কুড়িগ্রামের রাজারহাটে শেখ মুজিবুর রহমানের ৩টি ম্যুরাল ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা-উপজেলার নেতাকর্মীরা সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বরে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভাঙা শুরু করেন। পরে একে একে তারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেন। রাজারহাট উপজেলায় ৩টি স্থাপন করা বঙ্গবন্ধুর ম্যুরাল এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বুধবার থেকে ধানমন্ডির বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের পর বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের রাজারহাটে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগেও শেখ হাসিনার পতনের পর ম্যুরালগুলো ভাঙচুরের চেষ্টা করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাসান জেহাদি বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলেও ভারতে বসে দেশবিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছিল। ফলে এ দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের চিরস্থায়ী কবর দেখতে চেয়েছে। জেলা-উপজেলার বিভিন্ন স্থাপনার সামনে থাকা ম্যুরাল ভেঙে দেওয়া হলো। এতে আপামর জনতার চাওয়া বাস্তবায়িত হয়েছে। আমরা কুড়িগ্রামের প্রতিটি জায়গায় মুজিববাদের কবর দেব।
মন্তব্য করুন