২৪ ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগত শীতে প্রচণ্ড অস্বস্তিতে রয়েছে এ জেলার মানুষ। কর্মজীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতা। হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, আগামী দুদিন তাপমাত্রার পারদ আরও কমতে পারে। তবে দিনে রোদ থাকবে। রাতে শীত অনুভূত হবে।
মন্তব্য করুন