রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় আওয়ামী লীগ নেতা সোহেল রানা সনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর আশরতপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর তাজহাট থানার ওসি শাহ আলম সরদার গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় আহত ওমর ফারুকের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোহেল রানা রংপুর জেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই তাজহাট এলাকার তুলা উন্নয়ন বোর্ডের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালান আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে আহত হন স্থানীয় বাসিন্দা ওমর ফারুক। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৫ অক্টোবর তাজহাট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। হামলাকারীরা অস্ত্রশস্ত্র দিয়ে আন্দোলনকারী ছাত্র জনতার ওপর হামলা করেছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।
এতে আসামি করা হয়েছে মহানগর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জাপার বহিষ্কৃত নেতা ও সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ ৮৬ জনকে।
মহানগর তাজহাট থানার ওসি শাহ আলম সরদার বলেন, গ্রেপ্তার হওয়া আ.লীগ নেতা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও মামলার তদন্তে হামলার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা মিলেছে।
মন্তব্য করুন