ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তাদের দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ দাবি করে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দীর্ঘ ১৫ বছর পর সাতক্ষীরায় এবার ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর সাড়ে ৩টায় শহরের তুফান কোম্পানি মোড় থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার শিবির কর্মীরা অংশ নেয়।
পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলো সৎ, দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কোনো ভয়-ভীতি, হুংকার আমাদের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। এদেশে সুশাসন প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, খোরশেদ আলম। এসময় সাবেক সভাপতি আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন