যশোরের কেশবপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু হয়েছে। যে ওঝা সাপের কামড় থেকে মানুষকে বাঁচাত, সেই ওঝা সাপের কামড়ে মারা গেলেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) যশোরের কেশবপুরে এ ঘটনা ঘটেছে।
মৃত ওঝা আব্দুল মান্নান (৫৫) উপজেলার মাগুরখালি গ্রামের বাসিন্দা।
মান্নানের পারিবারিক সূত্রে জানা গেছে, একই গ্রামের সোবহান মোল্যার বাড়ির শোবার ঘরে একটি বিষধর সাপ ঢোকে। সাপটি ধরার জন্য রাতে ওঝা আব্দুল মান্নানকে খবর দিলে তিনি গিয়ে সাপটি ধরেন। পরে সাপটি ধরে একটি বস্তায় রাখতে গেলে সেটিটি ওঝা তাকে কামড় দেয়।
এ সময় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। অবস্থা আশংকাজনক হওয়ায় মান্নানকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। যশোর যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন