বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নিজের ওপর হামলাকারীকে ক্ষমা করে দিলেন মুফতি ফয়জুল করীম

স্বপন চন্দ্র দাসকে আটকের চিত্র। ছবি : কালবেলা
স্বপন চন্দ্র দাসকে আটকের চিত্র। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় আটক স্বপন চন্দ্র দাসকে ছেড়ে দিয়েছে পুলিশ। মুফতি ফয়জুল করীমের অনুরোধেই মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা কলোনির পার্শ্ববর্তী খালপাড়ে নিজের বাসা থেকে স্বপন চন্দ্র দাসকে সেনাবাহিনীর সহযোগিতায় আটক করে পুলিশ। তার আগে ওই এলাকার নিজ বাসায় তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা।

ইসলামী আন্দোলন বরিশাল জেলার প্রচার সম্পাদক এইচএম সানাউল্লাহ বলেন, দলের কর্মী-সমর্থকরা হামলাকারী স্বপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে সিনিয়র নায়েব আমিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য দল থেকে আটককৃতর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করিনি।

এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কমিশনার স্যারকে ফোন করেছিলেন। তিনি স্যারকে জানিয়েছেন, স্বপন চন্দ্র দাসের ওপর তার কোনো রাগ-ক্ষোভ নেই। তিনি স্বপনকে সসম্মানে তার পরিবারের জিম্মায় ছেড়ে দিতে অনুরোধ করেছেন। এজন্য রাতেই তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন নগরীর নবগ্রাম রোড চৌমাথা এলাকায় ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করতে চাইলে মেয়র প্রার্থী ফয়জুল করীমকে বাধা দেন আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাতের অনুসারীরা। একপর্যায় তারা হামলা করে ফয়জুল করীমের ওপর। এতে রক্তাক্তা হন তিনি। সেই হামলার মূলহোতা ছিলেন স্বপন।

এদিকে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর বরিশাল ছাড়েন খোকন সেরনিয়াবাত অনুসারী যুবলীগ কর্মী স্বপন চন্দ্র দাস। ঢাকায় একজন কর্মকর্তার ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে গোপনে বরিশালে আসেন তিনি। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যার পূর্বে তাকে তার নিজ বাসায় ঘেরাও করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

এবার আ.লীগ নিয়ে বিএনপির নতুন অবস্থান

সার বিক্রিতে আ.লীগ নেতার অনিয়ম, অতঃপর... 

এবার সুধা সদনেও আগুন

সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব দেবে বিএনপি’

সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

কুষ্টিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো হানিফের বাড়ি

মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সম্পাদক মিন্টু

১০

৩২ নম্বরের সর্বশেষ অবস্থা

১১

১৫ বছরে ১৩ বার বদলি হন ডা. পলাশ

১২

নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করুন : জামায়াত নেতা রফিকুল

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, খালেদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস

১৪

৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকীর

১৫

টেকনাফে ৫ কাঠুরিয়াকে অপহরণ, মুক্তিপণ দাবি

১৬

মেডিকেলে চান্স পাওয়া জয়ের পাশে দাঁড়ালেন ইউএনও

১৭

সারজিস আলম আহত

১৮

হাসনাত বললেন ঐক্যবদ্ধ বাংলাদেশ

১৯

ফেনী জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা

২০
X