বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৫০ টাকায় টি-শার্ট কিনতে গিয়ে হট্টগোল, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

অফারে টি-শার্ট বিক্রির ঘোষণায় ক্রেতাদের উপচেপড়া ভিড় নিয়ন্ত্রণে সেনাবাহিনী। ছবি : কালবেলা
অফারে টি-শার্ট বিক্রির ঘোষণায় ক্রেতাদের উপচেপড়া ভিড় নিয়ন্ত্রণে সেনাবাহিনী। ছবি : কালবেলা

বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের এক পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষে লাঠিচার্জের শিকার হয়েছেন ক্রেতারা। ৫০ টাকা অফারে টি-শার্ট বিক্রির ঘোষণায় জনসমাগমের বিপুল উপস্থিতিতে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে শহরের জলেশ্বরীতলায় শো-রুমটির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘লাইফ ওকে’ বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় মাত্র ৫০ টাকায় টি-শার্ট, ১০০-১৫০ টাকায় শার্ট এবং ২৫০ টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএসপোলো সোয়েটার।

এদিকে, কর্তৃপক্ষের ঘোষণার পর বুধবার সকাল থেকে অগণিত নারী-পুরুষ শো-রুমটির সামনে ভিড় করেন। জনসমাগমের বিপুল উপস্থিতিতে পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। লোকজনের চাপে আশপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা, দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেনাবাহিনী আগত লোকজনকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন, এতে কাজ না হলে লাঠিচার্জ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শো-রুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এমন পরিস্থিতিতে শো-রুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন।

লাইফ ওকে শো-রুমের সিইও মামুদুন নবী শুভ দুঃখ প্রকাশ করে তার ফেসবুক পেজে লেখেন, ‘এটা কী ঠিক করলেন আপনারা? আমি কাজ করি সাধারণ মানুষের জন্য আর বগুড়াবাসী আমার শো-রুম লুট করলেন? কী ক্ষতি করেছিলাম আমি। আমাকে এভাবে তাড়িয়ে দিলেন? কী পাইলেন লুট করে? আমাকে বললে ফ্রিতে দিতাম। আল্লাহকে বিচার দিলাম। এই কাজ যারা করেছে তাদের বলতে চাই উপরে একজন আছে, মনে রাখবেন।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর জানান, আগে থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি। পরে সংবাদ পেয়ে সেনা সদস্যদের সহযোগিতায় পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিরাপত্তার কারণে শো-রুমটি ৭ দিন বন্ধ রাখার জন্য বলা হয়েছে। শো-রুম কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে এবার আম, আগামী বছর যাবে কাঁঠাল

ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দেশজুড়ে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সরকারের সঙ্গে চীনের সম্পর্ক উঁচু মাত্রায় পৌঁছেছে : চীনা রাষ্ট্রদূত

চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক

বাংলাদেশের সীমানায় আরাকান আর্মির অনুপ্রবেশে জামায়াতের উদ্বেগ

যাত্রাবাড়ী থানার এসআই’র বিরুদ্ধে বরিশালে ধর্ষণ মামলা

‘সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না’

বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনীর মতো আচরণ করছে : নাছির

১০

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

১১

কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে আলটিমেটাম, কাল থেকে আমরণ অনশন

১২

ত্যাগ আর ভালোবাসার গল্প ‘ডক্টর আদনান’

১৩

ই-ক্লাব ঈদ রিইউনিয়নে উদ্যোক্তাদের প্রাণের স্পন্দন

১৪

গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক

১৫

তিন দাবিতে ‘আগামীর ভোলা’র বিক্ষোভ সমাবেশ

১৬

রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত

১৭

দুপুরে অভিযান, সন্ধ্যায় আ.লীগের মিছিল

১৮

যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ, যুদ্ধপিয়াসী নেতানিয়াহু

১৯

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

২০
X