ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মো. মনিরুল হক।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি বিরুলিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য ও ইউনিয়ন বিএনপির নেতা।
আদেশে বলা হয়, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে জনগণের বিচারক সেবা নিশ্চিত ও উপজেলা পরিষদের ছয় মাসিক সভার আয়োজন ও পরিবর্তিত পরিস্থিতিতে ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনস্বার্থে গ্রাম আদালত পরিচালনার জন্য গ্রাম আদালত আইন ২০০৬ এর ৫ ধারা মোতাবেক গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যে কোনো সদস্যকে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা যেতে পারে।
সে অনুযায়ী সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনার জন্য ৫ নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য মো. মনিরুল হককে গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য বলা হলো।
এ বিষয়ে মনিরুল হক বলেন, আল্লাহর রহমতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। ইউএনও ও ডিসি মহোদয় যে দায়িত্ব দিয়েছেন, জনস্বার্থে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। জনপ্রতিনিধি হিসেবে আমাকে যোগ্য মনে করায় আমি জনগণসহ সবার প্রতি কৃতজ্ঞ। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েও ৫ আগস্ট পরবর্তী সময়ে আমার এলাকার সম্মানিত ভোটার এবং আমার এলাকাবাসীর সেবা সঠিকভাবে দিতে পারছিলাম না। আজকে নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে আমার এলাকার সাধারণ জনগণের সেবা করার একটি সুযোগ উন্মোচিত হওয়ায় আমি বেশ খুশি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা চাই।
সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বকর সরকার বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ের চেয়ারম্যানরা অনুপস্থিত থাকায় জনস্বার্থে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বিশেষ এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের উপকারে আসবে।
মন্তব্য করুন