লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘তিস্তা বর্ষায় অভিশাপ, শুষ্কে গলার কাঁটা’

লালমনিরহাটে সংবাদ সম্মেলন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। ছবি : কালবেলা
লালমনিরহাটে সংবাদ সম্মেলন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। ছবি : কালবেলা

লালমনিরহাটে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে এ কর্মসূচির আহ্বান করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের মিশন মোড় হামার বাড়ি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির নেতারা।

এসময় তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতারা ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বায়ক বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু বলেন, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে নদীর দুই পাড়ে স্থায়ীবাদ নির্মাণের লক্ষ্যে দুই দিন দুই রাত মোট ৪৮ ঘণ্টার লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছি। এ আন্দোলনে নিজ নিজ উদ্যোগে যুক্ত থাকবেন তিস্তা তীরবর্তী ৫ জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা চরাঞ্চলের মানুষজন। ১৩০ কিলোমিটার নদী তীরবর্তী ১১টি পয়েন্টে লাগাতার এই কর্মসূচি চলবে।

আসাদুল হাবিব দুলু বলেন, ঐতিহ্যবাহী তিস্তা নদীকে ঘিরে এ অঞ্চলে মানুষদের এক সময় ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, মুখে ছিল ভাওয়াইয়া গান। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাতো। তিস্তা নদী ছিল তাদের মায়ের মতো। সেই তিস্তা এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তা নদী এখন ধু-ধু বালু চর। এর প্রধান কারণ, পার্শ্ববর্তী দেশ শুষ্ক মৌসুমে তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখে, আর বর্ষা মৌসুমে বিনা কারণে পানি ছেড়ে দেয়। এর ফলে বন্যার কবলে পড়ে লাখ লাখ পরিবারের বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়, হাজার হাজার মানুষ ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি-ঘর ছাড়া হচ্ছে। তিস্তা এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে তিস্তা মানুষের জীবন-জীবিকার একমাত্র ভরসা ছিল, সেই তিস্তা এখন বর্ষাকালে অভিশাপ আর শুষ্ক মৌসুমে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, তিস্তার সুষ্ঠু পানি বণ্টন ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু বিগত সরকার তিস্তাপাড়ের মানুষের সঙ্গে শুধু প্রতারণাই করেনি পরিহাসও করেছে। আমরা মাঝে মাঝেই শুনেছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে কিন্তু বাস্তবে কিছুই হয়নি। আমরা এটাও জানি, আমাদের বন্ধু পার্শ্ববর্তী দেশ চীন এখানে অর্থায়ন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। একটি স্মারকও স্বাক্ষরিত হয়েছিল। কী কারণে সেটি আলোর মুখ দেখতে পায়নি জানি না। আমরা যতটুকু জানি সেই স্মারকের মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। এ অঞ্চলের মানুষ আশায় বুক বেধেছিল, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য আর জীবন-জীবিকা ফিরে পাবে। এই অঞ্চলের মানুষের কর্মচাঞ্চল্য তৈরি হবে। কিন্তু কিছুই হয়নি। বর্তমানে তিস্তার দিকে তাকালে আমাদের সবার বুক হাহাকার করে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে এবার সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস

বাংলাদেশি ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য সুখবর দিল সৌদি আরব

‘জিয়ার সৈনিক হতে হলে অন্যায়ে সম্পৃক্ত হওয়া যাবে না’

‘হাসিনার নির্দেশে সারা দেশে গুপ্ত হামলা চালাচ্ছে আ.লীগ’

পাঁচ জেলায় যুবদলের নতুন কমিটি

নিজের ওপর হামলাকারীকে ক্ষমা করে দিলেন মুফতি ফয়জুল করীম

দুই মাস রাজপথে থাকবে ছাত্র-জনতা : নাহিদ

বুলডোজার ছাড়াই গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা, ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল

এবার ধানমন্ডি ৩২-এ আগুন

ত্রাণের প্যাকেটে শেখ হাসিনার নাম

১০

এবার ১ মিনিটের ভিডিও বার্তা পিনাকীর

১১

রমজানে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট : জ্বালানি উপদেষ্টা

১২

ভারতের বিপদে এগিয়ে এলেন পুতিন

১৩

৫০ টাকায় টি-শার্ট কিনতে গিয়ে হট্টগোল, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

১৪

বিরুলিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যান হলেন মনিরুল 

১৫

দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

১৬

গাজীপুরে বেক্সিমকোর আরও ৪টি কারখানা বন্ধ ঘোষণা

১৭

‘শহীদ জিয়া সারা জীবন শিক্ষার জন্য কাজ করেছেন’

১৮

শেখ হাসিনার বিচার না হলে নতুন স্বৈরাচারের জন্ম হবে : তারেক রহমান

১৯

আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২

২০
X