দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মামলার ভয় দেখিয়ে হুমকি, বনের রেঞ্জ কর্মকর্তার অডিও ফাঁস!

দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার। ছবি : কালবেলা
দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিশিকান্ত মালাকার নামে বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তা ফোনালাপ ফাঁস হয়েছে। এক মিনিট ৪৪ সেকেন্ডের একটি ফোনালাপে শোনা যায়, শাকিল নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হয়রানি করার হুমকি দিচ্ছেন তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার হুমকির কল রেকর্ডটি ফাঁস হয়।

অভিযুক্ত নিশিকান্ত মালাকার দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে ভুক্তভোগী শাকিল বন বিভাগের চুক্তিভিত্তিক বন প্রহরী।

রেকর্ডে শোনা যায়, ইউসুফ নামে এক বন প্রহরীর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় শাকিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন নিশিকান্ত মালাকার।

রেকর্ডে ইউসুফকে বলতে শোনা যায়, ‘স্যার, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। তখন কী যেন বলতে চেয়েছিলেন।’ প্রতি উত্তরে নিশিকান্ত মালাকারকে বলতে শোনা যায়, ‘তুমি অফিসে আসো কথা বলবনি। তুমি শোনো তোমরা তো জিনিসগুলো বুঝতে পারতেছো না। এই যে শাকিল, শাকিলের স্বয়-সম্পদ কী আছে?’ প্রতি উত্তরে ইউসুফ বলেন, ‘কিছুই নেই স্যার।’ রেঞ্জ কর্মকর্তা পুনরায় বলেন, ‘ওর কিছু নেই তো; ও যেই কথাগুলো বললো মুখের সামনে, সবগুলোই তো মিথ্যা কথা। একটাও সত্য কথা না, ঠিক আছে। তো মামলা যদি পাঁচটা হয় এলাকায় থাকতে পারবে?’

প্রতি উত্তরে ইউসুফ বলেন, ‘না স্যার।’ রেঞ্জ কর্মকর্তা পুনরায় বলেন, ‘ওকে ওয়ারেন্টের উপর থাকতে হবে। বাড়ি ছাড়া হইতে হবে, ওকে বউ বাচ্চা রেখে পালাইতে হবে।’

এ বিষয়ে বন প্রহরী ইউসুফ কালবেলাকে জানান, আমরা ভ্রাম্যমাণ টিমের বন প্রহরী। যখন কেউ গাছ কাটে, তখন আমরা ফোন দিলে রেঞ্জার স্যার আসে না। উল্টো আমাদের বলে তোমার কত টাকা খেয়ে গাছ ছেড়ে দিয়েছো। সম্প্রতি তিনি আমার নামে একটা মামলা দিছেন। সেটার বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলে তিনি বলেন, শাকিলের অর্থ সম্পদ কী আছে। আমি বলে কিছুই নাই, আশ্রায়ণে থাকে। তিনি তখন বলেন, শাকিলের নামে ৪/৫টা মামলা দিলে তখন কেমন হবে। বাসায় থাকতে পারবে, বৌ বাচ্চা রেখে পালিয়ে থাকতে হবে। উনি এভাবেই আমাদেরকেও হুমকি দেয়।

এ বিষয়ে ভুক্তভোগী শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছুদিন আগে আমার ভাই দুইটা গাছের লগ নিয়ে স’মিলে ফারাই করতে যাচ্ছিল। এমন সময় রেঞ্জ কর্মকর্তা আমার ভাইকে ভ্যানসহ ধরে নিয়ে যায়। আমরা সবাই তার ভ্যানটি ছাড়ানোর জন্য গেলে সেখানে ইউএনও স্যার উপস্থিত হন। ইউএনও স্যারের সামনে আমি বলেছিলাম, জমির মালিকরা যখন গাছ কাটে আপনাদের ফোন দিলে তখন তো আসেন না। এই কথা বলায় তিনি আমার উপর রেগে যান। শুনেছি একটা মামলায় নাম দিছে; আবার নতুন করে আমাকে মামলা দিয়ে ফাঁসাতে চাইতেছে।

বিষয়টি জানতে অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারের অফিসে গিয়ে দেখা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং নিউজ না করার জন্য প্রতিবেদকে বারবার টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। প্রতিবেদক টাকা নিতে অস্বীকৃতি জানালে তিনি জোর করে টাকা দেওয়ার চেষ্টা করেন।

অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে কী না, জানতে বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের সঙ্গে মোবাইলে একাধিকবার কল করা হয়। তবে কলটি রিসিভ হয়নি।

উল্লেখ্য, এর আগেও দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুরে থাকাকালে নিশিকান্ত মালাকারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২

বুথফেরত জরিপ / দিল্লিতে এগিয়ে মোদির দল বিজেপি

ধানমন্ডি ৩২ নিয়ে পিনাকীর স্ট্যাটাস

মাঠে থাকার ঘোষণা উপদেষ্টা নাহিদের

নতুন দুই বিভাগ গঠন ও উপজেলায় আদালত স্থাপনের সুপারিশ

নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বের চেষ্টা দেশবিরোধী : ডা. তাহের

ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে পড়েছে ছাত্র-জনতা, চলছে ভাঙচুর

বিআইইউ ক্যাম্পাসে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

‘উৎসব হোক’ লিখে উপদেষ্টা আসিফের ফেসবুক স্ট্যাটাস

স্বেচ্ছাশ্রমে জামায়াতের নেতাকর্মীদের ২ কিমি বেড়িবাঁধ নির্মাণ

১০

পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি জাহিদ, সম্পাদক শিথিল ‎ ‎

১১

গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, নিশানায় পশ্চিমারা!

১২

রাতে ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক, কী ঘটতে যাচ্ছে?

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, ওসমানী হাসপাতালে দুদকের অভিযান

১৪

যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি

১৫

আমরা কী করলাম তা ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে : প্রধান উপদেষ্টা

১৬

আ.লীগ নামে আ.লীগ আর রাজনীতি করতে পারবে না : সালাহউদ্দিন

১৭

হাসিনার রাজনৈতিক কার্যক্রমের দায় ভারতেরই নিতে হবে : তথ্য উপদেষ্টা

১৮

রূপসা নদীতে নৌকা বাইচ, প্রথম সুন্দরবন টাইগার্স

১৯

সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ

২০
X