রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর শহরে বন্ধ সব পেট্রল পাম্প, ভোগান্তি চরমে

কড়াকড়ি ধর্মঘটে বন্ধ রংপুর শহরের সব পেট্রল পাম্প। ছবি : কালবেলা
কড়াকড়ি ধর্মঘটে বন্ধ রংপুর শহরের সব পেট্রল পাম্প। ছবি : কালবেলা

নওগাঁয় বিনা নোটিশে পেট্রল পাম্পে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রংপুর ও রাজশাহী বিভাগের সকল পেট্রল পাম্প বন্ধ করে ধর্মঘট কর্মসূচি পালন করছে জ্বালানি তেল বিপণন, সরবরাহ ও পরিবহন সংশ্লিষ্ট সংগঠন। শহরের পেট্রল পাম্প বন্ধ রেখে কড়াকড়ি ধর্মঘট পালন হলেও বাইরের অনেক পাম্প থেকে তেল সরবরাহ করা হচ্ছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার এ কর্মসূচির ডাক দেয় পেট্রোলিয়ম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন।

বুধবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে নগরীর মডার্ন মোড়, সালেক পাম্প, শাপলা ফিলিং স্টেশন, রহমান ফিলিং স্টেশনসহ পেট্রল পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তেল নিতে গাড়ি নিয়ে পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন গাড়ি চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল নিতে ব্যর্থ হয়েছেন অনেকে। তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ভুক্তভোগীদের।

অন্যদিকে শহরের বাইরের কিছু পেট্রল পাম্প থেকে তেল সরবরাহ করা হচ্ছে। সদর উপজেলার লাহিড়িরহাট পেট্রল পাম্প, মমিনপুরের মেসার্স আশরাফ এন্ড সন্স ফিলিং স্টেশন খোলা আছে। সেখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে। তবে ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলতে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে জানান গাড়িচালকেরা।

নগরীর শাপলা ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে এসেছেন মাহমুদ নামের একজন। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না পেয়ে ফেরত যাচ্ছিলেন। এসময় তিনি কালবেলাকে বলেন, সমস্যা হয়েছে যেখানে সেখানেই সমাধান করতে হবে। তা না করে দুই বিভাগে পেট্রল পাম্প বন্ধ করেছে। এটা মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছু না।

রেজাউল করিম নামের আরেকজন বলেন, এদের ধর্মঘটে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। তেল না দিয়ে গাড়ি বন্ধ করে রেখেছে। এটা কোনো কথা হলো। ধর্মঘটের খবরে গতকাল (মঙ্গলবার) যারা জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন তারাই গাড়ি বের করতে পেরেছেন। অনেকে গাড়ি বের করতে পারছেন না আজ।

ট্রাকচালক শফিয়ার রহমান বলেন, গতকাল গাড়িতে তেল নিতে পারিনি। এখন এসে দেখি পাম বন্ধ, তেল দিচ্ছেনা। গাড়ি বন্ধ করে রাখা ছাড়া আর কোনো উপায় নাই।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগের আট জেলা ও উপজেলাগুলোতেও বন্ধ রাখা হয়েছে পেট্রোল পাম্প। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন।

রংপুর পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, সংগঠন যে সিদ্ধান্ত নেবে আমরা তা মানব। আশা করি দ্রুত সমস্যা সমাধান হবে।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়ম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপসা নদীতে নৌকা বাইচ, প্রথম সুন্দরবন টাইগার্স

সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ

মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যায় প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত

‘তিস্তা বর্ষায় অভিশাপ, শুষ্কে গলার কাঁটা’

এক শর্তেই হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, জানাল সৌদি

মামলার ভয় দেখিয়ে হুমকি, বনের রেঞ্জ কর্মকর্তার অডিও ফাঁস!

শেখ হাসিনার ভাষণ গণমাধ্যমে প্রচারিত হলেই বুঝতে হবে তাকে সহযোগিতা করা হচ্ছে: হাসনাত

আ.লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না : সালাহউদ্দিন আহমেদ

ভোগবিলাসে ব্যস্ত কোনো কোনো উপদেষ্টা : আসাদুজ্জামান রিপন

১০

ডিসি-ইউএনওর পদবি পরিবর্তন ও উপজেলায় এএসপির প্রস্তাব

১১

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

১২

ট্রাম্পের ঘোষণার পর সীমান্তে ন্যাশনাল গার্ড পাঠাল মেক্সিকো

১৩

নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব

১৪

শিবলী রুবাইয়াত কারাগারে

১৫

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর কারাগারে

১৬

ছবি ছাড়াই জাতীয় পরিচয়পত্র দাবি

১৭

সারকাণ্ডে বিএনপি-যুবদলের ৫ নেতা বহিষ্কার

১৮

অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো শুরু

১৯

শেষ হলো খালেদা জিয়ার নাইকো মামলার সাক্ষ্যগ্রহণ

২০
X