ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন যারা

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ৯ আসামিসহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামিপক্ষে আইনজীবী কায়সার কামাল শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। আসামিপক্ষে আইনজীবী জামিল আক্তার এলাহী এবং এএইচএম কামরুজ্জামান মামুন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান।

এর আগে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে গত ৩০ জানুয়ারি রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি ধার্য করেন হাইকোর্ট।

ওই মামলায় ২০১৯ সালের ৩ জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী। রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, মামলায় আইনের অপপ্রয়োগ হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ না থাকা সত্ত্বেও ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা বিদ্বেষপূর্ণ বিচার। তদন্ত ছিল ঔদ্ধত্যপূর্ণ, দায়সারা গোছের ও কাল্পনিক। এর বিচারিক আদালত অসৎ উদ্দেশে ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো ও কাউকে খুশি করার জন্য ওই রায় দেওয়া হয়েছিল। বিচারিক আদালতের রায়ে দণ্ডিত ৪৭ জনের মধ্যে দুজন মারা গেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন ছাড়া বাকিরা গত ৫ আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ সময় ট্রেনবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় ট্রেনে গুলিবর্ষণ ও বোমা হামলার অভিযোগে ঈশ্বরদী জিআরপি (রেলওয়ে পুলিশ) থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করা হয়।

বিচারিক আদালতের রায়ে দণ্ডিত ৪৭ নেতাকর্মী

২০১৯ সালের ৩ জুলাই বিচারিক আদালতের দেওয়া রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা হলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এবং সাবেক পৌর বিএনপির সভাপতি মোকলেসুর রহমান বাবলু, জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জাকারিয়া পিন্টু, সাবেক ছাত্রদল নেতা ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা অটল, ঈশ্বরদী পৌর যুবদলের সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন ও বিএনপির সাবেক নেতা শামসুল আলম।

বিচারিক আদালতের রায়ে ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তারা হলেন- বিএনপি নেতা আমিনুল ইসলাম, আজাদ হোসেন ওরফে খোকন, ইসমাইল হোসেন ওরফে জুয়েল, আলাউদ্দিন বিশ্বাস, শামসুর রহমান, আনিসুর রহমান, আক্কেল আলী, মোহাম্মদ রবি, মোহাম্মদ এনাম, আবুল কাশেম, কালা বাবু, মো. মামুন, মামুন-২, সেলিম হোসেন, মো. কল্লোল, তুহিন, শাহ আলম ওরফে লিটন, আব্দুল্লাহ আল মামুন, লাইজু, আব্দুল জব্বার, পলাশ, আবদুল হাকিম, আলমগীর হোসেন, এ কে এম ফিরোজুল ইসলাম ওরফে পায়েল ও আবুল কালাম।

১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিএনপি নেতা ও ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, আজমল হোসেন ডাবলু, সাবেক ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ছাত্রদলের সাবেক নেতা মো. রনো, মো. বরকত, চাঁদ আলী, এনামুল হোসেন, মো. মোক্তার, হাফিজুর রহমান মুকুল, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির দুলাল, জামিরুল, তুহিন বিন সিদ্দিক ও ফজলুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো শুরু

শেষ হলো খালেদা জিয়ার নাইকো মামলার সাক্ষ্যগ্রহণ

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প ধর্মঘট প্রত্যাহার

‘আ.লীগ সম্পর্কিতরা বিএনপিতে থাকার সুযোগ পাবে না’

কেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া

গাজার দখল নিয়ে সেখানে কী করতে চান ট্রাম্প?

ইউনিয়ন পরিষদের দায়িত্বে যেসব পরিবর্তনের প্রস্তাব

মাকে ছেলের মারধর, শাসন করতে গিয়ে প্রাণ গেল মামার

বিএনপি নেতা পিন্টু হত্যা, হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণচেষ্টার অভিযোগে ববি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

১০

কলকাতা বিমানবন্দরে আকস্মিক অগ্নিকাণ্ড

১১

আগামী বছরের ইজতেমার তারিখ ঘোষণা

১২

বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সতর্কতামূলক পরামর্শ

১৩

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ডিইউএমসিজেএএ’র

১৪

৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধের দাবি

১৫

তিলকারত্নের বিদায়: নারী দলের কোচ খুঁজছে বিসিবি

১৬

রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত ২ কিশোরের মৃত্যু

১৭

টেন্ডার ছাড়াই ৭০ হাজারে ১৮ বিঘা জমি নিলেন বিএনপি নেতা

১৮

সরকারি চাকরির স্বেচ্ছায় অবসরের বয়স-পেনশন নিয়ে যেসব প্রস্তাব

১৯

হাজিদের মোটা অঙ্কের অর্থ ফেরত দিচ্ছে এশিয়ার মুসলিম দেশ

২০
X