গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের।
আখেরি মোনাজাতে দেশ-বিদেশ থেকে আসা প্রায় ৩০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাতে ইসলামের প্রচার-প্রসার, উম্মাহর ঐক্য, বিশ্ব শান্তি এবং মানবতার কল্যাণ কামনা করা হচ্ছে। দোয়ায় অংশ নিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
ইজতেমার আয়োজক কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ইজতেমা ময়দান ত্যাগ করবেন। সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।
এর আগে ফজরের পর বয়ান করেন ভারতের বেঙ্গালুরুর মাওলানা ফারুক। সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করেন হিন্দুস্তানের মাওলানা আবদুর রহমান। মোনাজাতের আগে গুরুত্বপূর্ণ নসিহত দেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
মন্তব্য করুন