ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেরি বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ঘাট এলাকায় ৬টি ফেরি নোঙর করে পদ্মায় আটকে থাকে।
অন্যদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা কেটে যাওয়ার পর বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে মোট ১৬টি ফেরি চলাচল করছে।
মন্তব্য করুন