ময়মনসিংহে অভিযান চালিয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তৌফিক ইবনে মান্নান তুহিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সেহড়া ডিবি রোড এলাকা থেকে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুহিন সিটি কররেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মান্নানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান।
তিনি কালবেলাকে বলেন, অভিযান চালিয়ে তৌফিক ইবনে মান্নান তুহিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন