অনির্দিষ্টকালের উত্তরাঞ্চলের সব পেট্রল পাম্প বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় সংশ্লিষ্ট সেক্টরের মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অফিসে রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প ও ডিলার মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় সমিতির নেতারা বৈঠক শেষে এ ঘোষণা দেন।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নওগাঁ জেলায় বিনা নোটিশে পেট্রল পাম্প ভাঙচুর করার প্রতিবাদে মালিক সমিতি উত্তরাঞ্চেলের সব পেট্রল পাম্পে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। রাতে বাঘাবাড়ি অফিসে মালিক-শ্রমিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই বেশ কয়েকটি পেট্রল পাম্প পরিদর্শন করে অবৈধ ঘোষণা করে মাইকিং করে। বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলেও নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পেট্রল পাম্প ভেঙে দেওয়া হয়েছে। অথচ সড়ক ও জনপথ বিভাগের কাছে থেকে বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করে আসছে সবাই। বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তা লিজের পরিবর্তে ওই জায়গা কিনে নিতে বলছে। তেল ব্যবসায়ীরা জায়গা কিনে নিতে রাজি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্কর্তারা জায়গা লিখে দেবে না বলে জানান। এ নিয়ে মতপার্থক্যের কারণে সড়ক ও জনপথ সম্পূর্ণ স্বেচ্ছাচারিভাবে এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। অথচ এ নিয়ে হাইকোর্টে মামলাও চলমান রয়েছে।
বৈঠকে রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির উপদেষ্টা আলহাজ ওয়জুল হক, সিরাজগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজসহ নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন