মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ ছিল এটি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে অবস্থিত ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি হিসেবে বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গজারিয়ায় স্বাস্থ্যসেবা বঞ্চিতদের মাঝে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়। এই কর্মসূচি উপজেলাব্যাপী প্রদান করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শফিকসহ স্থানীয় নেতারা।
কর্মসূচিতে উপজেলার পাঁচ-ছয়শ নারী-পুরুষকে বিনামূল্যে গাইনি, অর্থোপেডিক্স, নাক-কান-গলা ও দাঁতের চিকিৎসা দেওয়া হয়। একই সময়ে চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্যসেবা চলাকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা কামনা করা হয়।
মন্তব্য করুন