নেত্রকোনার কেন্দুয়া থেকে বিলুপ্ত প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর সদরে চিরাং মোড় এলাকার হলি খানের বাসা থেকে ওই গন্ধগোকুলকে উদ্ধার করা হয়।
বাড়ির মালিক হলি খান জানান, আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে আমার চিরাং মোড় বাসার চালে কবুতরের কূপের কাছে গন্ধগোকুলটিকে প্রথমে দেখতে পাই। পরে মেছো বাঘ মনে করে বাড়ির অন্যদের ডেকে জড়ো করি। পরে ধাওয়া করে গন্ধগোকুলটিকে আটক করে বাড়ির সামনে বেঁধে রাখা হয়। সেটিকে দেখার জন্য শত শত উৎসুক মানুষ জড়ো হয় সেখানে। এরপর বনবিভাগকে খবর দেওয়া হলে কর্মকর্তারা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এফএনটিসি) বলেন, গন্ধগোকুল দেখে নিশ্চিত হয়েছি এটি মেছো বাঘ নয়। এটি একটি বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে প্রাণীটি অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ৪/৫ বছর বয়সী গন্ধগোকুলের উচ্চতা প্রায় এক ফুট এবং তার দৈর্ঘ্য প্রায় দেড় ফুট হবে। গন্ধগোকুলটি খাবারের সন্ধানে এলাকার কোনো বনজঙ্গল থেকে চলে আসতে পারে।
মন্তব্য করুন