লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শ্রেণির পেশাজীবী সংগঠনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয় কমলনগর উপজেলার ছাত্র সমন্বয়ক নামে ১৫-২০ ছাত্র প্রতিনিধি।
এদিকে জেলা ছাত্র সমন্বয়ক শাহেদুর রহমান রাফির দাবি, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুর্নবহাল সম্পর্কিত মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার ব্যবহার করা হয়েছে। যারা অসৎ উদ্দেশ্যে নাম ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা সমন্বয়ক ফেসবুকেও এ রকম পোস্ট করার পরপরই কমলনগর উপজেলা সমন্বয়ক মাইন উদ্দীন সামির কমলনগর থানায় গিয়ে অজ্ঞাত ১৫-২০ জনের নামে একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগকারী জেলা সমন্বয়ক সামির জানান, মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করা হয়েছে, যা আমরা উপজেলা সমন্বয়ক বা জেলা সমন্বয়ক কেউই জানি না। অসৎ উদ্দেশ্য হাসিল করতে ব্যানার ব্যবহার করা হয়েছে। আমি কমলনগর উপজেলা ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে থানার ১৫-২০ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ দায়ের করেছি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ তহিদুল ইসলাম জানান, ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করায় সমন্বয়ক মাইন উদ্দিন সামির বাদী হয়ে ১৫-২০ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ করেন। আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেব।
মন্তব্য করুন