চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার মেদিনীপুর সীমান্তের ওপর পাশ ভারতীর পুটিখালী থেকে তাকে আটক করা হয়। এ সময় বাকি বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যায়।
আটক মো. সজিব (২০) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন-চার যুবক ফেনসিডিল আনার জন্য শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশিসহ ভারতীয় তিন যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনার পর আমরা বিএসএফের সাথে যোগাযোগ করি।
তিনি আরও জানান, ভারতীয় বিএসএফ কমান্ডার আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি ৪ ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের ৩ নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করে নিয়ে গেছে। এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের বিষয়ে বিএসএফ জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।
মন্তব্য করুন