হবিগঞ্জের বাহুবলে ছাগল চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহত আ. সাত্তার (৫০) বালিচাপড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুস সাত্তার ও তার ভাই মো. আলতা মিয়া তাদের বাড়ি থেকে ৪০০ গজ দূরে ধানের জমিতে স্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার কাজ করছিলেন। সকাল ৮টার দিকে একই গ্রামের মোছা. রোকেয়া বেগম (৪২) ছাগলকে ঘাস খাওয়াতে পানির পাইপের কাছে দেন। এ সময় ছাগলে পানির পাইপ নষ্ট করে ফেলবে বললে রোকেয়ার সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় পাশের জমিতে কাজ করছিলেন রোকেয়ার স্বামী মো. ইয়াদ উল্লা ও তার ভাই নুরু উল্লাহ। তারা এগিয়ে এলে উভয়ের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে আব্দুস সাত্তার মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িত থাকায় রোকেয়াকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল করেন।
মন্তব্য করুন