ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের অনুষ্ঠান চলাকালে মনাক ডাকাতের হামলায় বাবা-ছেলেসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বড়িকান্দি এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- বড়িকান্দি গ্রামের অলি মিয়া (৫০) তার বড় ভাই খলিল মিয়া (৬০), ছোট ছেলে আসিফ মিয়া (১৬) ও ভাগনে নাছির মিয়া (২০)।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, সোমবার সকালে খলিল মিয়া ও তার ছেলেকে নিয়ে তার ভাতিজার বিয়ে বাড়িতে যায়। এ সময় পূর্বশত্রুতার জেরে মনাক ডাকাত ও তার ছেলেরা তাদের ওপর গুলি করে। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলেসগ চারজন গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবিদ্ধ অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগম ডাকাত মনাকসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা করেছেন। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মনাক ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন