ফেনীতে দাগনভূঞা উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বেকের বাজারে উত্তর আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানিগঞ্জ সিরাজপুর ইউনিয়নের মনোরঞ্জনের ছেলে দেবু (২২), কৃষ্ণঘোষের ছেলে অন্তর ঘোষ (২২) ও চৌমুহনী আলীপুরের কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩)।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নোয়াখালী থেকে পূজা দেখতে দুটি মোটরসাইকেল নিয়ে পাঁচ বন্ধু ফেনীতে যায়। পূজা দেখা শেষে রাতে নোয়াখালীতে ফেরার পথে বেকের বাজারে সড়কের পাশে রাখা গাছের সঙ্গে ধাক্কা খায় একটি মোটরসাইকেল। এতে ঘটনাস্থলে মারা যায় দুজন। আহত অন্যজনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হারুন কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় আহত একজন ফেনী সদর হাসপাতালে মারা গেছেন। আর ঘটনাস্থল থেকে বাকি দুজনের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে।
মন্তব্য করুন