খুলনার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের মেধাবী ও অসচ্ছল ছাত্র (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত রেজওয়ানের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, খুলনার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের মেধাবী ও অসচ্ছল ছাত্র (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত রেজওয়ান আহমেদের ভর্তি কার্যক্রম ও বইপত্র ক্রয়ের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির অধীনে ডা. শাহ মুহম্মদ আমান উল্লাহর পরিকল্পনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনের ব্যবস্থাপনায় এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য ডা. কেএম বাবর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অমল চন্দ্র পাল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এমআর হাসান, বারডেম শাখার ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।
মন্তব্য করুন