নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতারা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের সভাপতিত্বে নগরীর আলুপট্টিতে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচি থেকে তারা এ হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে ছাত্রদল নেতা লিমন বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে। তাদের কোনো নেতাকর্মীর দেখা পাওয়া যাচ্ছে না। তবে যেখানেই দেখা যাবে সেখানেই ছাত্রলীগকে ধোলাই দিতে হবে।
অনুষ্ঠানে রাজশাহী মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ৯ জন মিলে রাজশাহী নগরীর ১২ রাস্তার মোড় এলাকায় মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। রাজশাহী মহানগর ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে সবার মুখ ঢেকে দিয়ে ফেসবুকে এ ভিডিও ছড়ানো হয়। এ ছাড়া একই রাতে নগরের কয়েকটি এলাকায় মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টার সাঁটানো হয়েছে। এরপর থেকে ছাত্রলীগের এই অবস্থানের প্রতিবাদে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
মন্তব্য করুন