কুমিল্লার বরুড়ায় নিখোঁজের দুদিন পর লালমাই পাহাড় থেকে রিফাত হোসেন নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিফাত হোসেন (৯) বরুড়ার দক্ষিণ শীলমুড়ি ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, শনিবার (১ ফেব্রুয়ারি) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রিফাত। তার পরের দিন রোববার (২ ফেব্রুয়ারি) বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। আজকে লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড়ে এক শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, শিশু রিফাতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন