রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গুলি ছুড়ে ককটেল বিস্ফোরণ, তারপর টেন্ডার বাক্স লুট

খালি পড়ে আছে টেন্ডার বাক্স। ছবি : কালবেলা
খালি পড়ে আছে টেন্ডার বাক্স। ছবি : কালবেলা

রাজশাহীর পবা উপজেলা পরিষদে ফাঁকা গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার টেন্ডার বাক্স লুট করার ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে শাকিলুর রহমান রন নামে সাবেক এক যুবদল নেতা আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পবা উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। আহত শাকিলুর রাজশাহী নগরের শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, পবা উপজেলার ১২টি হাট ইজারা দিতে গত ১৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। টেন্ডার বাক্স রাখা ছিল ইউএনওর কক্ষের বাইরে। সেখানে একপক্ষ আরেক পক্ষকে দরপত্র দাখিল করতে বাধা দেয়। এরপর গুলি, ককটেলের বিস্ফোরণ এবং টেন্ডার বাক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, শাকিলুর রহমান জেলা যুবদলের একজন যুগ্ম আহ্বায়কের সঙ্গে দরপত্র জমা দিতে গিয়েছিলেন। জেলা যুবদলের ওই নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে নাম প্রকাশ করে বক্তব্য দেবেন না বলে জানান।

তবে নাম প্রকাশ না করার শর্তে তিনি কালবেলাকে বলেন, ‘মূলত খড়খড়ি হাট ইজারা নিয়ে দ্বন্দ্ব। আমরা দরপত্র জমা দিতে এলেই প্রথমে গেটের কাছে কয়েকজন বাধা দেন। এরপরও আমরা ব্যাংক ড্রাফট করি এবং বাক্সে দরপত্র জমা দিতে যাই। তখন আমাদের লোকজনের ওপর হামলা হয়। একপর্যায়ে বাধাদানকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং বাক্স খুলে সব শিডিউল লুট করে নিয়ে যায়।’

ওই যুবদল নেতা বলেন, ‘ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং টেন্ডার বাক্স থেকে দরপত্র লুট করে নিয়ে যায়। হামলাকারীদের নেতৃত্বদানকারী হিসেবে তিনি স্থানীয় ইসলামপন্থি একটি সংগঠনের দুই নেতার নাম জানান।

যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে ইসলামপন্থি দলের ওই নেতা বলেন, ‘আমি দরপত্র জমা দিতে গিয়েছিলাম তা ঠিক। তবে এ দরপত্র লুটের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটা যুবদল এবং বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব।’

রাজশাহীর শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, ফাঁকা গুলি ছুড়েছে। ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়েছে। জমা পড়া সব দরপত্র লুট হয়েছে। শুধু বাক্সটি পড়ে আছে। উপজেলা প্রশাসন যেভাবে চাইবে সেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পবা উপজেলার ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, দরপত্র জমাদানের সময় ছিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সকাল থেকে বেশ কয়েকটি দরপত্র জমাও পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দরপত্র বাক্স ভেঙে জমা হওয়া দরপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, দরপত্র জমাদানের একাধিক সময় নির্ধারণ করা থাকে। আগামী তারিখ আছে ৬ ও ৭ এপ্রিল। ইজারা প্রক্রিয়া বাতিল হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের সঙ্গে হাত মিলিয়ে জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প!

সেমিনারে বক্তারা / ‘মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপজ্জনক রোগ’

শেখ হাসিনার মতো কারও পরিণতি হোক আমরা চাই না : ডা. শফিকুর রহমান

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঢাকায় নতুন ভিসা পদ্ধতি চালু করতে যাচ্ছে মার্কিন দূতাবাস

শেখ হাসিনা বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন দাবিতে প্রচার

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’

ভূমধ্যসাগরে ট্রলার ডুবি, নরসিংদীর ৬ যুবক নিখোঁজ

ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

হাতুড়ি দিয়ে বাক্স ভেঙে দরপত্র ছিনতাই

১০

ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি, ১০ পাকিস্তানিকে দেশে ফেরত

১১

বিএনপি নেতা মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১২

ছাত্রলীগ দেখামাত্রই ধোলাইয়ের আহ্বান ছাত্রদল নেতার

১৩

মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক : উপদেষ্টা আসিফ

১৪

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

১৫

বইমেলায় জবির চার বইয়ের মোড়ক উন্মোচন বুধবার

১৬

তিতুমীর শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ে বিবৃতি

১৭

কক্সবাজারে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা

১৮

আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য দুঃসংবাদ, গণহারে পাঠানো হচ্ছে ফেরত

১৯

শেখ হাসিনা ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন : খোকন

২০
X