শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালাল আ.লীগ কর্মীরা

হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। ছবি : কালবেলা
হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। ছবি : কালবেলা

শরীয়তপুর সদর হাসপাতালের সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল, নিউজ ২৪, বাংলা টিভি ও দেশ টিভির প্রতিনিধির ওপর হামলা করেছে আওয়ামী লীগ কর্মীরা। এ সময় সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজনকে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুঁড়ে ফেলে দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ করে সাংবাদিকরা। পালং মেডিকেল সেন্টারের মালিক নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। সে ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে সাংবাদিক সোহাগ খান সুজন অফিসে যাচ্ছিলেন।

এ সময় ক্লিনিক মালিক নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখ, আরেক মালিক ইব্রাহিম মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লাসহ ১০/১২ জন আওয়ামী লীগ কর্মী ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে সোহাগ খানের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এলে নিউজ ২৪ প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপর হামলা চালায় তারা।

আহত সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন বলেন, সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিল ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ অফিসে যাচ্ছিলাম, আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরুজ্জামান শেখ ও তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালায়। আমি এ হামলার বিচার দাবি করছি।

নিউজ ২৪ প্রতিনিধি বিধান মজুমদার বলেন, হঠাৎ করে দেখি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নুরুজ্জামান শেখসহ ১০/১২ জন সন্ত্রাসী সুজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমরা বাঁচাতে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয়। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শরীয়তপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের সঙ্গে হাত মিলিয়ে জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প!

সেমিনারে বক্তারা / ‘মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপজ্জনক রোগ’

শেখ হাসিনার মতো কারও পরিণতি হোক আমরা চাই না : ডা. শফিকুর রহমান

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঢাকায় নতুন ভিসা পদ্ধতি চালু করতে যাচ্ছে মার্কিন দূতাবাস

শেখ হাসিনা বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন দাবিতে প্রচার

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’

ভূমধ্যসাগরে ট্রলার ডুবি, নরসিংদীর ৬ যুবক নিখোঁজ

ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

হাতুড়ি দিয়ে বাক্স ভেঙে দরপত্র ছিনতাই

১০

ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি, ১০ পাকিস্তানিকে দেশে ফেরত

১১

বিএনপি নেতা মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১২

ছাত্রলীগ দেখামাত্রই ধোলাইয়ের আহ্বান ছাত্রদল নেতার

১৩

মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক : উপদেষ্টা আসিফ

১৪

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

১৫

বইমেলায় জবির চার বইয়ের মোড়ক উন্মোচন বুধবার

১৬

তিতুমীর শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ে বিবৃতি

১৭

কক্সবাজারে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা

১৮

আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য দুঃসংবাদ, গণহারে পাঠানো হচ্ছে ফেরত

১৯

শেখ হাসিনা ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন : খোকন

২০
X