বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদা তজির উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌনে ৪টার দিকে সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। আমার প্রিয় দাদা...।’
সারজিসের বাবা আকতারুজ্জামান সাজু বলেন, আমার বাবা অসুস্থ ছিলেন। তার বয়স ৯৪ থেকে ৯৫ হবে। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন।
মন্তব্য করুন