বৈরী আবহাওয়ার কারণে ঢাকার ফ্লাইট সিলেটে ও কলকাতায় ল্যান্ড করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘন কুয়াশার কারণে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। রানওয়ে দেখতে না পারায় ৬টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে।
এর মধ্যে ৩টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও অপর ৩টি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, ইউএস-বাংলার আবুধাবি টু ঢাকার একটি ফ্লাইট ভোর ৪টা ১৪ মিনিটে ল্যান্ড করেছে। তারপর কুয়ালালামপুর টু ঢাকার ফ্লাইট ৪টা ২৭ মিনিটে ল্যান্ড করেছিল। এ ছাড়া ইউএস বাংলার কুয়ালালামপুরের আরেকটি ফ্লাইট ৫টা ৭ মিনিটে নামে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে মধ্যরাতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। রোববার মধ্যরাত আড়াইটা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত চলাচলে সমস্যা ছিল। মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের ২টি ফ্লাইট ও ওমানের মাস্কট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল ৯টার পর তারা ঢাকায় অবতরণ করে।
এদিকে ঘন কুয়াশায় মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গালফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার জন্য কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করে সিলেট ও কলকাতা পাঠানো হয়েছে। বর্তমানে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন