বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রাবণের মতো বীর সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদের মা-বাবা গর্বিত, বীরের অভিভাবক হওয়া সব পিতা-মাতার ভাগ্যে থাকে না। আমরা আমাদের জায়গা থেকে সবসময় শহীদদের প্রতি কৃতজ্ঞ থাকব।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত শহীদ শ্রাবণের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শ্রাবণের বাবাসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের খোঁজ নেন।
জামায়াত আমির বলেন, শহীদরা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে। শহীদদের পরিবারের চোখের পানিতে আল্লাহ শেখ হাসিনার পতন কবুল করেছেন।
এ সময় জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিম প্রমুখ।
মন্তব্য করুন