চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাম্প ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আনোয়ার হোসেন (৬২), ও অজ্ঞাত মহিলা। তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ভ্রমণের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা যায়, সোমবার সকাল ৬টায় নারায়ণগঞ্জের সৈয়দপুর থেকে ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যান বারো আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি টিম। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় আরও এক নারী মারা যান।
নিহত আনোয়ার হোসেনের ছেলে তালহা বলেন, সড়ক দুর্ঘটনায় আমার বাবা ও খালা মারা গেছেন।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় পরে আরও একজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায়। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন বলেন, দুর্ঘটনার পরে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশের একটি টিম ঘটানাস্থলে গেছে। ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন