কুড়িগ্রামের রৌমারীতে কফিল উদ্দিন নামে এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বড়াইকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রৌমারী থানার এসআই আব্দুল আলিম খান গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত কফিল উদ্দিন উপজেলার শৌলমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
জানা গেছে, গত ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার এমপি প্রার্থী আজিজুর রহমানের নির্বাচনী প্রচারণাকালে জয়বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়েছিল। এ সময় লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসহ নির্বাচনী কর্মী বেলাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে মারধর, জখম, ছিনতাই, ক্ষতিসাধনের হুমকির অভিযোগ ওঠে।
রৌমারী থানার এসআই আলিম খান বলেন, গত ১৮ জানুয়ারি ভুক্তভোগী বেলাল হোসেন বাদী হয়ে থানায় এজাহারনামীয় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের নামে মামলা করেন। এ মামলায় কফিল উদ্দিনকে তদন্ত করে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন