বান্দরবানের রুমায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান-রুমা সড়কে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। রুমা থানার ওসি সোহরাওয়ার্দী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দলিয়ান পাড়ার বাসিন্দা ইনচ্যং ম্রো (২৩) ও একই এলাকার মেনপা ম্রো (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুমা থেকে মোটরসাইকেলে করে তিন আরোহী বান্দরবানে যাওয়ার পথে মুরুং বাজার এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়।
রুমা থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, জিপ গাড়ির ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন