ইসলাম ধর্মে গান-বাজনা হারাম কিনা এটি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে না পারলে আলেমদের পেটানোর হুমকি দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের সদস্য। তার এ বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন সিকদার বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি বাউল গানের স্টেজে বক্তব্য রাখার সময় বলেন, ‘যদি কেউ কোরআন থেকে স্পষ্টভাবে দেখাতে পারে যে, গান-বাজনা হারাম, তাহলে আমি মেনে নেব। আর যদি না পারেন, তাহলে এসব আলেমদের উচিত ভালোভাবে পেটানো। এতে আমি যদি মার্ডার মামলার আসামি হই, যদি জেল খাটা লাগে আমি জেল খাটব।’
তিনি আরও বলেন, ‘আমরা ইসলাম নবীর মাধ্যমে পাইনি, আমরা ইসলাম পেয়েছি ওলি-আউলিয়াদের মাধ্যমে। যারা গান-বাজনা বন্ধ করতে আসবে তাদের ঠ্যাং (পা) ভাঙতে যা লাগে আমি তাই করমু। এতে যতদিন জেল খাটতে হয় খাটমু।’
স্থানীয় আলেম শহিদুল ইসলাম বলেন, ‘এ ধরনের কথা বলে তিনি শুধু আলেমদেরই নয়, বরং পুরো ইসলাম ধর্মকেই অবমাননা করেছেন। ধর্মীয় বিষয়ে না জেনে মন্তব্য করা এবং আলেমদের হুমকি দেওয়া একজন জনপ্রতিনিধির জন্য খুবই দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে ইউপি সদস্য আমির হোসেনকে একাধিকবার তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও সেটি বন্ধ দেখায়।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে এ বিষয়ে কেউ যদি অভিযোগ করতে চায় তাহলে আদালতের শরণাপন্ন হতে পারে।
মন্তব্য করুন