স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছর দেশজুড়ে দলীয়করণ করেছে এবং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাসানি মঞ্চে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোসহ অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত নির্বাচন দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো সংস্কার করেই জাতীয় নির্বাচন দিতে হবে। তবে সে সময় যেন দীর্ঘ না হয়। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।
নতুন রাজনৈতিক দল গঠন বিষয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনে কোনো নিষেধ নেই, এটা হতেই পারে। যে কারো রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। যদি কেউ জনগণের ম্যানডেট নিয়ে নতুন দল গঠন করে তাতে অসুবিধার কিছুই নেই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, তেঁতুলগাছ লাগিয়ে যদি কেউ আম খেতে চায়, এটা যেমন অযৌক্তিক। তেমনি ৫৩ বছর যারা দেশে পরিচালনা করেছে, তাদের মাধ্যমে আগাম কোনো শান্তির বার্তা পাব- এ চিন্তাটাও অযৌক্তিক এবং অসম্ভব।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের যে ফসল বাংলাদেশে বিরাজ করছে, তাতে বাংলাদেশের জনগণ চায় আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি; কিন্তু ইসলামের কথা আমরা শুনি, বাস্তবে দেখিনি। এখন সবারই আশা-আকাঙ্ক্ষা, ইসলামের সুফলটা কী এটা দেখতে চায়। যে বারবার আমাদের বোকা পেয়ে ধোঁকা দিয়ে বারবার ক্ষমতার মসনদে বসেছিল সে সুযোগ বাংলার জমিনে আর হবে না।
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ গাজী আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম।
এ দ্বিবার্ষিক সম্মেলনে ইসলামী আন্দোলন ভোলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভোলা সদর উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দ্বিবার্ষিক সম্মেলনে শেষে ২০২৩-২৪ সালের পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মাওলানা আতাউর রহমান মোমতাজি ও সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামকে মনোনীত করা হয়।
মন্তব্য করুন