কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম ভূঁইয়া নিহতের ঘটনায় এজহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তার ওই তিন আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।
এর আগে নিহত সেলিম ভূঁইয়ার বড় ভাই আব্দুর রহিম বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রধান আসামি করে ৩৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনের নামে থানায় মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন- পৌরসভার গোত্রশাল গ্রামের তাজুল ইসলাম মেম্বারের ছেলে আফসার (৩০), একই গ্রামের মোহাম্মদ আলির ছেলে মো. হেলাল (২৪) ও উপজেলার বটতলী ইউপির কাশিপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে মো. ফারুক হোসেন (৪০)।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, নিহতের বড় ভাই আব্দুর রহিম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে এজহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজারে বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক ও হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম ভূঁইয়া নিহত হয়েছেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রোববার দুপুরে তার লাশ দাফন করা হয়েছে।
মন্তব্য করুন