দীর্ঘ সময় পর অল্প কিছুদিনের জন্য দেশে আসেন সোহেল। কিছুদিন পর ফিরে যাওয়ার কথা ছিল তার। এরই মধ্যে পরিবার নিয়ে সিলেটে বেড়ানোর উদ্দেশে বের হন তিনি। কিন্তু বিধি বাম। ট্রাকের সঙ্গে সংঘর্ষে সোহেলসহ প্রাণ গেল চারজনের।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে দুবাই প্রবাসী সোহেল ভূঁইয়া (৩৩), সোহেল ভুইয়ার শ্যালিকা সায়মা আক্তার ইতি, জেঠাস শামীমা ইয়াসমিন ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ান। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই সিলেটে বেড়াতে যাচ্ছিলেন।
নিহত সোহেল ভূঁইয়ার ফুফু আসমা বেগম জানান, তিন দিন আগে অল্প সময়ের জন্য দুবাই থেকে সোহেল ভূঁইয়া নিজ বাড়িতে আসে। আগামী ৫ ফেব্রুয়ারি আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। ভোরে ভ্রমণের উদ্দেশে সোহেল তার স্ত্রী, শ্যালিকা ইতি, জেঠাস শামীমা ও ইতির শিশু সন্তান আয়ানকে নিয়ে সিলেটে রওনা হন। পরে তারা জানতে পারেন, ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় চারজন মারা যান। এ ছাড়া ভাতিজা সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমাননীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া। তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।
মন্তব্য করুন