জামালপুরে আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শহরের হাটচন্দ্রা এলাকার আজাদুর রহমান, জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক শহরের বন্দের বাড়ি এলাকার জুলফিকার আহমেদ জুয়েল, সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আরংহাটি এলাকার আক্তারুজ্জামান, আ.লীগ কর্মী শহরের হাটচন্দ্রা এলাকার মজনু মিয়া, পৌর শহরের ১১নং ওয়ার্ড আ.লীগের সদস্য এবারত হোসেন ও পৌর আ.লীগের ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নীরু আহমেদ।
পুলিশ জানায়, গত বছর ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলকালে জামালপুরের নতুন হাইস্কুল মোড়ে ছাত্রদের ওপর হামলা হয়। এ ঘটনার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক কালবেলাকে জানান, জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং বাকি চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন