চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতা ইক্তার রহমানের বিরুদ্ধে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইক্তার রহমান জীবননগর পৌর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য।
ভুক্তভোগী চিকিৎসক জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন তিনি। রাত ১১টা ৩৭ মিনিটে হাসপাতাল চত্বরে জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর শুরু করেন জীবননগর পৌর যুবদলের সদস্য ইক্তার রহমান। এ সময় ইক্তার অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।
যুবদল নেতা ইক্তার রহমান বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কথাকাটাকাটিতে এমন হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান বলেন, হামলার বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়। ভুক্তভোগী তখন ডিউটিতে ছিলেন না, বাইরে থেকে ফিরছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, হামলার বিষয়টি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। আর এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ করতে বলা হয়েছে।
মন্তব্য করুন