সিলেটের বিশ্বনাথে স্ত্রীর জানাজার আগেই শোকে মারা গেলেন স্বামী শতবর্ষী জামশেদ আলী। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মারা যান। এমন ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও আটঘর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে বার্ধক্যজনিত রোগে মারা যান শতবর্ষী জামশেদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)। জানাজার নামাজ ঠিক করা হয় রোববার সকাল ১১টায়। শনিবার রাতে এশার নামাজ আদায় শেষে বেশ কিছুক্ষণ পবিত্র কোরআন শরিফ তেলাওয়াত করেন জামশেদ আলী। রোববার সকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হলে দ্রুত ডাক্তারের কাছে নেওয়া হয়। এরপরেই স্ত্রীর জানাজার ঠিক আগ মুহূর্তেই মারা যান তিনি। রোববার বিকেলে স্ত্রীর পাশেই তাকে সমাহিত করা হয়। জামশেদ-হাওয়ারুন দম্পতি ৬ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই দম্পতির বিষয়ে স্থানীয় নকিখালি বাজারের ব্যবসায়ী মো. কাওছার খান জানান, এমন দম্পতি খুব কমই দেখেছি। তাদের একজন আরেকজনের হাত ধরে ডাক্তারের কাছে যাওয়া-আসা করতে দেখা যেত। সেসময় বেশ কয়েকদিন তাদের সঙ্গে কথা হয়েছে। সবসময় তাদের একসঙ্গেই দেখা যেত। আজ একসঙ্গেই তারা কবরে চলে গেলেন। এমন ঘটনা বিরল।
পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কালবেলাকে বলেন, একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনাটি খুবই হৃদয় বিদারক। তাদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করব।
মন্তব্য করুন