তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাদক কারবারে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিহত আরাফাত খান। ছবি : কালবেলা
নিহত আরাফাত খান। ছবি : কালবেলা

বরগুনার তালতলীতে মাদক কারবারে বাধা দেওয়ায় আরাফাত খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত খান শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা গ্রামের আব্দুল জলিল খানের ছেলে।

জানা গেছে, তালতলী উপজেলার পচাকোড়িয়া ইউনিয়নের কলা রং গ্রামের শহীদ সিকাদার, তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিত সিকদার দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। গত বৃহস্পতিবার শহীদ সিকদারের ছেলে সোহেল সিকদার ও আরাফাত সিকদার কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করতে যায়। এতে আরাফাত খান বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।

আরও জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে আরাফাত খান প্রতিবেশী হাবিব উল্লাহকে নিয়ে কচুপাত্রা পুরাতন বাজারে যাচ্ছিল। পথিমধ্যে শহীদ সিকদার, তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারসহ ১০-১২ জন মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুজনকে। এ ঘটনা স্থানীয় অনেক মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সন্ত্রাসীদের ভয়ে আরাফাতকে রক্ষায় এগিয়ে আসেনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে চিকিৎসক আরাফাত খানকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, আরাফাতকে কলা রং গ্রামের শহীদ সিকদার ও তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা রায়েজিদ সিকদারসহ ১০/১২ জনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

আহত হাবিব উল্লাহর বাবা ইলিয়াস হাওলাদার বলেন, কলা রং গ্রামের শহীদ সিকদার, তার দুই ছেলে ও ভাতিজা মিলে আরাফাত সিকদারকে কুপিয়ে হত্যা করেছে। আরাফাতের মোটরসাইকেলে আমার ছেলে হাবিব উল্লাহ ছিল। তাকেও কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।

নিহত আরাফাত খান বাবা আব্দুল জলিল খান বলেন, মাদকসেবনে বাধা দেওয়ায় আমার ছেলেকে শহীদ সিকদার ও তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

শারিকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক খান বলেন, আরাফাত খান আমার ভাতিজা। তাকে শহীদ সিকদার ও তার ছেলেরা পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাসেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আরাফাত খানকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার ওসি মো. শাহ জালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে। নিহতের মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর ধরে বিনামূল্যে সেহরি-ইফতার করাচ্ছেন হোটেল মালিক

ফরিদপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

ধর্ষণবিরোধী মিছিল শেষে ফেরার পথে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

জাফলংয়ে রাতে দুগ্রুপের সংঘর্ষে আহত ২০

মসজিদে কিশোরীকে দুই দফা ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

লক্ষ্মীপুরে জেলেদের হামলায় পুলিশসহ আহত ৪, আটক ১৩

পিআইসিইউতে মাগুরার সেই শিশুটি

ইউনাইটেডের সাথে ড্র করে আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা

ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামের সহযোগী শেখ সাইদ গ্রেপ্তার

১০

ভিনি-এমবাপ্পের গোলের পরও রিয়ালের কষ্টের জয়

১১

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

১২

সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চবিতে মশাল মিছিল

১৩

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

১৪

ওয়ানডে ছাড়ছেন না রোহিত শর্মা, নিজেই দিলেন ঘোষণা

১৫

ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, মালিক নিহত

১৬

নোমানের স্মরণসভায় বিএনপির হাতাহাতি

১৭

তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস

১৮

দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০ মাসে সর্বনিম্ন

১৯

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আ.লীগ নিষিদ্ধ চায় এবি পার্টি 

২০
X