টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২ মিনিটে এ মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি।
তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করছেন।
আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোর ৬টা থেকে ইজতেমা ময়দানগামী গণপরিবহন বন্ধ রাখা হয়েছে, যা মোনাজাত শেষে পুনরায় চালু হবে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।
তীব্র শীত উপেক্ষা করেই মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় গতকাল রাত থেকেই। অনেকেই শেষ পর্যন্ত মূল ইজতেমা মাঠে পৌছাতে ব্যর্থ হয়েছেন।
এর আগে আমবয়ানের মাধ্যমে ইবাদত-বন্দেগিতে মশগুল লাখো মুসল্লি। চলে চিল্লাভিত্তিক আলোচনা। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেম ও মুরব্বিরা কোরআন-হাদিসের আলোকে ইমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে বয়ান পেশ করেন।
আজ বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান শুরু করেন। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
তাবলিগ জামাত বাংলাদেশের শূরায়ী নেজাম (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার (০১ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ বয়ান করেছেন। তার বয়ান বাংলায় তরজমা করেছেন মাওলানা উবায়দুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়েছে। বিশেষ দুটি প্রোগ্রামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশে বয়ান করেছেন। ভারতের মাওলানা আকবর শরিফ তলাবাদের (মাদ্রাসার ছাত্রদের) উদ্দেশে নামাজের মিম্বরে বয়ান করেছেন। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর ভারতের মাওলানা জুহায়ের বয়ান করেছেন। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করেছেন।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয় এবং আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে আরও লাখো মুসল্লির অংশগ্রহণের কথা রয়েছে।
মন্তব্য করুন