ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় সৌন্দর্য বিলাচ্ছে উচুন্টি ফুল

ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে ফুটে আছে নয়নাভিরাম উচুন্টি ফুল। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে ফুটে আছে নয়নাভিরাম উচুন্টি ফুল। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিতে সৌন্দর্য বিলাচ্ছে অযত্ন আর অবহেলায় জন্ম নেওয়া বুনো উচুন্টি ফুল। উপজেলার মেঠোপথের দুপাশে, বিভিন্ন জলাশয়ের পাড়ে, পতিত জমিতে ও বাড়ির আশপাশে দেখা মিলছে এ ফুলের। এ ফুলের নয়ন জুড়ানো সৌন্দর্য সকলকে কাছে টানছে। সবুজের মাঝে সাদা ও হালকা গোলাপি রঙের এ ফুল মনমাতানো সৌন্দর্যে যে কেউ প্রেমে পড়ে বিমোহিত হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সড়কের দুপাশে, পতিত জমি, বাড়ির আঙিনা ও বনজঙ্গলে ফুটে আছে সাদা ও হালকা গোলাপি রঙের ছোট ছোট ফুল উচুন্টি। এ ফুলের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন ফুলপ্রেমীসহ নানা বয়সী মানুষ। যেখানে সেখানে ফুটে থাকা উচুন্টি ফুল যেন শীতের ম্লান প্রকৃতিকে সতেজ করে তুলেছে। এ ফুলের সৌন্দর্যে প্রকৃতিতে সৌন্দর্যের এক আলাদা মাত্রা যোগ হয়েছে।যত্রতত্র ফুটে থাকার কারণে উচুন্টি ফুল এখন চোখে পড়ছে গ্রামীণ প্রকৃতির প্রায় সবখানে।

উচুন্টি ক্রান্তীয় আমেরিকার একটি স্থানীয় উদ্ভিদ। ব্রাজিল এবং এশিয়া মহাদেশের বাংলাদেশসহ বিভিন্ন দেশে সাধারণত আক্রমণকারী আগাছা হিসেবে বিবেচিত একটি উদ্ভিদ। স্যাঁতসেঁতে পরিবেশে উচুন্টি গাছ জন্মে। এর পাতা সবুজ ও অর্থবৃত্তাকার। পাতার কিনার খাঁজকাটা ও রোমশ নরম। এর ফুল সাদা ও হালকা গোলাপি রঙের আভা মিশ্রিত। সারাবছরই এ ফুল ফোটে। সাধারণত উচুন্টি বীজ থেকে বংশবিস্তার করে থাকে। এটি একটি ভেষজ উদ্ভিদ।

স্থানীয় বাসিন্দা মাঈনুদ্দিন মুন্সি বলেন, এ ফুলের নাম আগে সঠিকভাবে জানতাম না। এটিকে আমাদের অঞ্চলে ভুরভুষি নামেই চেনে। তবে এ ফুলটি আমাদের চারপাশের প্রকৃতিকে সুন্দর করে তুলেছে। আসা-যাওয়ার পথে এ ফুল মুগ্ধ করছে স্থানীয়দের। তবে মুরব্বিদের কাছে শুনেছি এটি একটি ঔষধি গাছ। একসময় মানুষের রোগ নিরাময়ে এ গাছের পাতা ব্যবহার করা হতো।

সাহেবাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফারিস্তা ইসলাম বলেন, আমদের পরিবেশের জন্য প্রকৃতির গুরুত্ব অপরিসীম। তবে দুঃখজনক হলেও সত্য যে আমরা নিজেরাই প্রকৃতিতে হুমকির মুখে ফেলে দিচ্ছি। প্রকৃতি ও আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতির প্রতি আমাদের সদয় হওয়া জরুরি। তিনি আরও বলেন, এ সময়টায় আমাদের চারপাশে সাদা ও হালকা গোলাপি রঙের এক ধরনের ছোট ছোট ফুল চোখে পড়ছে। এটি আয়ুর্বেদ গুণসম্পন্ন এক ধরনের ঔষধি গাছের ফুল। এটি আমাদের প্রকৃতির অনেক জায়গায় জন্মে। এ ফুলের সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন মানুষ। আমি নিজেও এ ফুলের মন-মাতানো সৌন্দর্যে মুগ্ধ হচ্ছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক সোহেল রানা কালবেলাকে বলেন, উচুন্টি এক ধরনের ঔষধি উদ্ভিদ। এর ফুল দেখতে বেশ সুন্দর। এ উদ্ভিদটি ভেষজ ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। উচুন্টি ছাড়াও আমাদের প্রকৃতিতে জন্মানো অনেক গাছ, উদ্ভিদ ও লতা রয়েছে যেগুলো মানবদেহের নানা রোগ নিরাময়ে ভেষজ ঔষধ হিসেবে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে।

তিনি আরও বলেন, দুঃখজনক হচ্ছে এসব প্রাকৃতিক সম্পদকে আমরা দিন দিন হুমকির মুখে ফেলছি। এসব ঔষধি সম্পদ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, শীতে জবুথবু জনজীবন

বায়ুদূষণে ঢাকা বিশ্ব চ্যাম্পিয়ন

শেখ হাসিনার পতনেও সহায়তা কমাল না ভারত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে

আখেরি মোনাজাত শুরু

মাঘের শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

১০

শরীয়তপুরে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, টিকিট পাচ্ছেন যারা

১১

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

১২

আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও

১৩

নদীতে নিখোঁজ ৩ স্কুলশিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

১৪

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

১৫

ভিক্ষা করে সংসার চালান শহীদ রাজিবের বাবা

১৬

আবু সাঈদের নামে কোচিং সেন্টার, শিক্ষার্থীকে রাখা হলো হাজতে

১৭

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল

১৮

২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে রেকর্ড মূল্যহ্রাস

২০
X