কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় হারুনর রশীদ ওরফে সামান নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজিবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুনর রশীদ ওরফে সামান রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
আওয়ামী লীগ নেতার পরিবারের অভিযোগ, শুধু আওয়ামী লীগের রাজনীতি করায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি ও মাছ চুরির ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
ওসি তসলিম উদ্দিন বলেন, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ৭ অক্টোবর বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে রাজিবপুর থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনর রশীদ ওরফে সামানকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন