মুন্সীগঞ্জ সদরের অধারা ইউনিয়নের কালীরচর গ্রামের মেঘনা নদীতে পুলিশ ও ডাকাত কানা জহির বাহিনীর লোকজনের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এ সময় দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ককটেল, রাইফেলের গুলি, চায়নিজ কুড়াল ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর থানার অধারা ইউনিয়নের কালীরচর গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি সাইফুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত কানা জহির বাহিনীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে কালীরচর গ্রামের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পিডবোটে করে পালাতে চেষ্টা করে ডাকাত চক্রটি। এ সময় জহিরসহ পাঁচজন ছিল। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি ছোড়ে পুলিশ।
তিনি আরও বলেন, গুলি বিনিময়ের পর ডাকাত সদস্যদের ধরতে ধাওয়া করলেও তারা পাশের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের খালে ঢুকে পালিয়ে যায়। তাই গুলিবিদ্ধসহ সঙ্গীয় ডাকাতদের গ্রেপ্তার করা যায়নি। তবে চারটি ককটেল ও একটি রাউন্ড গুলি, কুড়াল ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ।
মন্তব্য করুন