বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে। কালক্ষেপণের নামে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না।
শনিবার (১ ফেব্রুয়ারি) নোয়াখালীতে চাটখিল পৌরসভা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ত্যাগী নেতাদের বিএনপির মিছিলের সামনের সারিতে থাকতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। স্বৈরাচারের সুবিধাভোগীরা যাতে বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমার নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ২২ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগের সাবেক এমপি এইচএম ইব্রাহিম ও তার সন্ত্রাসী বাহিনী চাটখিল পৌর শহরে খাস জমি দখল করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার খোকন বলেন, সামনে কঠিন সময় আসছে। তাই প্রতিটি ওয়ার্ডে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
চাটখিল ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি উপলক্ষে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. হানিফ, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বপন, বিএনপি নেতা লিয়াকত হোসেন মামুন, ইমাম হোসেন টিপু
অনুষ্ঠান শেষে চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মন্তব্য করুন