বিশ্ব ইজতেমার এবারের আসরে যৌতুকবিহীন বিয়ে হয়েছে ৬৩ যুগলের। শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বাদ আসর মূল বয়ান মঞ্চে ভারতের মাওলানা যুহাইরুল হাসান তাদের বিবাহ অনুষ্ঠান পরিচালনা করেন।
তাবলিগ জামাতের শূরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
বিয়ে পড়ানোর পর ভারতের মাওলানা যুহাইরুল হাসান সব দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।
রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।
মন্তব্য করুন