রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী বৈশাখীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা নিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম মেডিকেলে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী বৈশাখীর বাড়িতে যান।
ডা. রফিকুল ইসলামের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ও জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার।
এ সময় তারা মেডিকেলে পড়ার বই, ১ সেট কংকাল ও প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, দিনমজুর বাবার মেয়ে নন্দিনী এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তালিকা অনুযায়ী তিনি রংপুর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন।
মন্তব্য করুন